কিছু দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে, দাবি ফখরুলের

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, কয়েকটি রাজনৈতিক দল বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে টালবাহানা করছে।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই দাবি করলেও বিএনপি মহাসচিবের আশা, দেশটির জনগণ ফাঁদে পা দিবে না।

দক্ষিণ এশিয়ার দেশটিতে আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে।

তবে বাংলাদেশের সাম্প্রতিক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এই সময়ে ভোট হবে কিনা, তা নিয়ে কোন কোন মহলে সংশয় রয়েছে।

পরিস্থিতি উত্তরণে বিএনপি বরাবরই দ্রুত নির্বাচনের দাবি করে আসছে।

মির্জা ফখরুল বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন।

তবে ঢাকার রাজনৈতিক গতিপ্রকৃতি হতাশা প্রকাশ করে তিনি বলেন, “কোন কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, এটা ঠিক না।”