আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটবর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাঁর দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি না পেলে তাদের লাখ লাখ সমর্থক ভোট দেবেন না।
শেখ হাসিনা ভারতের নতুন দিল্লি থেকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
রয়টার্সকে তিনি বলেন, যদি তাঁর দলের অংশগ্রহণ ব্যতিরেকে কোনো সরকার গড়ে ওঠে, তাহলে তিনি দেশে আর প্রত্যাবর্তন করবেন না।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। এছাড়া এই অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের করার ঘোষণাও দিয়েছে।
শেখ হাসিনা সাক্ষাৎকারে আরো বলেন, “আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধুই অন্যায় নয়, নিজের পায়ে কুড়াল মারা”।
তিনি বলেন, “লাখ লাখ মানুষ আওয়ামী লীগের সমর্থক, যেভাবে দেশ চলছে, তাতে তারা ভোট দেবেন না। যদি আপনি একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান, তাহলে কোটি কোটি মানুষকে বঞ্চিত করা যাবে না।”
চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করেছে। সরকারের দেওয়া দৃশ্যতে দেশীয় নিরাপত্তার কারনে ও যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্তের জন্য দলীয় কার্যক্রম বন্ধ করা হয়েছে।
শেখ হাসিনা স্পষ্ট করেছেন- “আমরা অন্য দলকে সমর্থন করতে বলছি না; আমরা আশা করি সাধারণ বিবেক কার্যকর হবে এবং আমরা নিজেই নির্বাচনে অংশ নিতে পারব।”
তিনি আরো বলেন, -“আমি অবশ্যই দেশে যেতে ভালোবাসি, তবে যদি সরকার বৈধ হয়, সংবিধান রক্ষা হয়, আইনশৃঙ্খলা সত্যি নিশ্চিত হয়, তাহলে।”
গত বছরের আগস্টে জুলাই আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে তিনি ভারতের আশ্রয়ে দিল্লিতে অবস্থান করছেন।
তথ্য সূত্র: রয়টার্স
