শেখ হাসিনা পালান নি, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন: আইনজীবী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান নি বলে ঢাকার আদালতে বক্তব্য উপস্থাপন করেছেন একজন আইনজীবী।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেছেন, শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

গেল বছর দক্ষিণ এশিয়ার দেশটিতে প্রাণঘাতি আন্দোলনের মধ্যে শেখ হাসিনা দৃশ্যপটের আড়ালে চলে যান। বলা হচ্ছে, তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

  আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফিরাতে ইন্টারপোল কাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এরপর বিভিন্ন সময় শেখ হাসিনাকে অনলাইনে বক্তব্য দিতে দেখা গেলেও তিনি আর প্রকাশ্যে আসেন নি।

ঢাকার ক্ষমতায় পরিবর্তন আসার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। এসব তৎপরতাকে অবৈধ দাবি করে আসছেন তিনি, বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনেও অংশ নেননি সাবেক প্রধানমন্ত্রী।

পরে আমির হোসেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবি হিসেবে আইনি লড়াইয়ে নামেন।

আদালতে তিনি তারেক রহমানের দেশে না ফেরার দিকে ইঙ্গিত করে বলেন, শেখ হাসিনাও একই কারণে দেশে ফিরছেন না।