কানাডার সুপার সিক্সটির ফাইনালে সাকিবের একাকী লড়াই

কানাডার সুপার সিক্সটিনের ট্রফি জিততে ফাইনালে লড়ছে সাকিব আল হাসানের মনট্রিল রয়্যাল টাইগার্স।

ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দলটি। ১০ ওভারের ম্যাচে ৮ ওভারেই গুটিয়ে যায় সাকিব বাহিনী।

৬৯ রানে অলআউট হওয়া মনট্রিল টাইগার্সের হয়ে ব্যাট হাতে কেবল সাকিব আল হাসানই লড়াই করতে পেরেছেন।

অধিনায়ক সাকিব ১২ বলে খেলেছেন ২৯ রানের ক্যামিও ইনিংস। ২ চার ও ৩ ছয়ে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

সাকিব ছাড়া ওপেনার দিলপ্রিট বাজওয়া কেবল ১০ রানের (১৮ রান) গণ্ডি পেরুতে পেরেছেন।

দলের ৫ ব্যাটসম্যানই আউট হয়েছেন ০ রানে।

মনট্রিল টাইগার্সের ৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ ওভারেই ১ উইকেট হারিয়ে ২২ রান তুলে ফেলেছে ব্র্যাম্পটন ব্লিটজ।

এর আগে সেমিফাইনাল ম্যাচে বল হাতে ২ ওভারে ৫ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান।