মন্ত্রীত্ব হারানোর পর গাড়িতে মিলল রুশ নেতার মরদেহ

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর রাশিয়ার সদ্য সাবেক পরিবহন মন্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মস্কোর বাইরে নিজের গাড়িতে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, রোমান স্টারোভোইট আত্মহত্যা করে থাকতে পারেন।

সোমবারই তাকে মন্ত্রীসভা থেকে বের করে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্লেষকরা মনে করেন, দুর্নীতির অভিযোগের কারণেই তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

৫৩ বছর বয়সী এই নেতার মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন দেশটির তদন্ত কর্মকর্তারা।