জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার  রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন ।  বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ বাড়ানো নিয়ে আলোচনা হয়।

 এসময় তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন । এসময় তাঁর সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মি. এ্যানটন চেরনোভ। মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে  জামায়াতের আমিরকে আমন্ত্রণ জানান।