রাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়ে প্রতিবাদ কর্মসূচি ডেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার এ সিদ্ধান্ত আসার পর রাকসু নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক ফোরাম সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি দিয়েছে।

পোষ্য কোটা আবার চালু করার প্রতিবাদে শনিবার রাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে রূপ নেয়।

এজন্য দুই পক্ষই পরস্পরকে দায় দিয়ে আসছে।

শিক্ষক ফোরামের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

পোষ্য কোটা নিয়ে রাবিতে যা হচ্ছে

রাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য ৪ শতাংশ পোষ্য কোটা শিক্ষার্থীদের দাবির মুখে গত ২ জানুয়ারি বাতিলের ঘোষণা দেন উপাচার্য।

এর বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আন্দোলনে নামার তা প্রশাসন আবার পোষ্য কোটা ফিরিয়ে আনে। যার বিরুদ্ধে আবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা।