এল ক্লাসিকোতে বার্সাকে ২-১ গোলে হারালো রিয়াল

মৌসুমের প্রথম এল ক্লাসিকো নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলের লড়াইয়ে চির-প্রতিদ্বন্ধী বার্সালোনাকে ২-১ গোলে হারিয়েছে জাবি আলানসোর শিষ্যরা।

এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করলো রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান টেবিলের দুইয়ে।


লিগ ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে লস ব্লাঙ্কোসদের দেওয়া আথিতেয়তায় বিধ্বস্ত হয়েছে কাতালান শিবির।


শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা রিয়াল সুযোগ পেতে পারত দ্বিতীয় মিনিটেই। তবে ডি-বক্সের ভেতরে ভিনিসিয়ুসকে ফাউল করলে ভি-আরের সাহায্যে পেনাল্টি আবেদন বাতিল করেন রেফারি। ১২ মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে।

তবে তা বাতিল হয় অফসাইডের জালে।
২১ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন এমবাপ্পে। বেলিংহামের কাছ থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি এই ফরাসি তারকা। ৩৭ মিনিটে র‌্যাশফোর্ডের পাস থেকে ফিরমিনের শট ম্যাচে ফেরায় সফরকারীদের। ৫ মিনিট পর আবারো গোলের ব্যবধান বাড়ায় রিয়াল।


এডার মিলিটার হেড থেকে পাস পেয়ে ডান পায়ের শটে গোল করেন বেলিংহাম। ২-১ এর লিড নিয়ে বিরতিতে যায় জাবি আলানসোর শিষ্যরা।


প্রথমার্ধের টানটান উত্তেজনা ফিকে হয়ে আসে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। তবে এমবাপ্পের শট জালে জড়াতে দেননি বার্সা গোলরক্ষক এজসিচ সজসেনি।


এরপর আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ানো হ্যান্সি ফ্লিকের দল থামে স্বাগতিকদের ডিফেন্স লাইনে। আর ম্যাচ ধরে রাখার চেষ্টায় থাকা রিয়াল ব্যর্থ নিখুত ফিনিশিংয়ে।