স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরের ওপর হামলা, অভিযোগ রাশেদের

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নুরের উপর হামলা চালানো হয়েছে, এমন অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার ঢাকার শাহবাগে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি আবারও এ ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সচিবালয়ে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে রাশেদ খান বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টাকে টেনেহিঁচড়ে পদ থেকে নামানো হবে।”

রাশেদ খানের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।