রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে আগামী ১৬ অক্টোবর করা হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সৃষ্ট অচলাবস্থা এবং ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের দাবির মুখে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।
সোমবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।’
বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিশ্চিত করার চ্যালেঞ্জ।
দ্বিতীয়ত, পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন এবং আসন্ন দুর্গাপূজার ছুটির কারণে অনেক শিক্ষার্থীর ক্যাম্পাস ছাড়ার বিষয়টিকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বর তারিখের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে’।
উল্লেখ্য, ছাত্রদলসহ কয়েকটি প্যানেল নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল।
এদিকে, রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইসলামি ছাত্রশিবির। ২৫ সেপ্টেম্বর তারিখেই নির্বাচন চায় সংগঠনটি।
