ইউক্রেনে পশ্চিমা সেনাদের টার্গেট করার হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পশ্চিমা সেনাদের টার্গেট করে হামলা চালানোর বিষয়ে ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন।

প্যারিসে ইউক্রেন ইস্যুতে এক আন্তর্জাতিক সম্মেলনের পর পুতিন কিয়েভের মিত্রদের ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি হোক বা না হোক- যদি কোন পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা পাঠায়, তবে তারা রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত হবে।

পুতিনের বার্তা এমন সময়ে এলো- যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনে স্থল, নৌ ও আকাশপথে সেনা পাঠানোর জন্য ২৬টি দেশ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।

এর লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নতুন করে কোনো বড় আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া; তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, এই বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে না।

পুতিন পশ্চিমাদের এই উদ্যোগ প্রত্যাখ্যান করে বলেন, বিদেশি সেনারা ইউক্রেনে প্রবেশ করলে তারা রাশিয়ার জন্য হুমকি এবং বৈধ টার্গেট।

এদিকে পুতিনের বক্তব্যের সমালোচনা করে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে রাশিয়ার বিরোধিতা করার কোন অধিকার নেই।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এখন তিন বছরেরও বেশি সময় কেটে গেছে। এ সময়ে রাশিয়া পাঁচটি ইউক্রেনীয় অঞ্চল দখল করেছে, তবে পুরো নিয়ন্ত্রণ রয়েছে কেবল ক্রিমিয়ায়।

পশ্চিমা দেশগুলো মনে করছে- যুদ্ধবিরতিতে আসতে রাশিয়া সময়ক্ষেপণ করছে, যাতে আরও বেশি এলাকা দখল করা যায়।