জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (জকসু) ও সম্পূরক বৃত্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
আরও দেখুন– জবি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার?
কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার দুই দশকে শিক্ষার্থীরা বহুবার দাবি জানালেও জগন্নাথে ছাত্র সংসদের ভোট অনুষ্ঠিত হয়নি।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যে জবি শিক্ষার্থীরা পুরনো দাবিটি আবার সামনে এনেছেন।
একটি ছাত্রী হল ছাড়া আবাসনের আর কোন সুবিধা না থাকায় অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তির দাবিও জানিয়ে আসছেন তারা।
এর আগে এ দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিলেন শিক্ষার্থীরা।
রোববারের সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধিরা দ্রুত তাদের দাবি মেনে না নিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলদের পদত্যাগের দাবিতে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
