দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্নো ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষ স্থানে থাকা আলোচিত পর্নো তারকা যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
আন্তর্জাতিক বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে কনটেন্ট প্রকাশ করতো বিতর্কিত সেই বাংলাদেশি দম্পতি। গ্রেফতার দম্পতির নাম বৃষ্টি ও আজিম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা কয়েক বছর ধরে পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করছিলেন। তাদের এসব কনটেন্টের বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে সিআইডি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে, গ্রেফতার আজিমের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় মাদকের মামলা রয়েছে। ওই মামলায় একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। আর তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায়।
দাম্পত্য জীবনে তারা যৌথভাবে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে বিভিন্ন পেইড সাইটে প্রকাশ করতেন। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।
বিষয়টি সাইবার গোয়েন্দাদের নজরে আসার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরপর বান্দরবানে অবস্থান নিশ্চিত করে সিআইডি তাদের গ্রেফতার করে।
বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুসারে, পর্নোগ্রাফি তৈরি, বহন, বিনিময়, ব্যবহার এবং বিক্রির জন্য সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এই আইনে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের মতো অপরাধগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং মোবাইল ফোন, ইন্টারনেট বা সিডির মাধ্যমে এর বিস্তারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রোয়জনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
