কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা । পূর্ব ঘোষিত কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ এনে প্রতিবাদ ও ৬ দফা দাবির কর্ম সুচিতে অংশ নিয়েছে রাজধানীসহ আশপাশে পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা । সকালে মিছিল নিয়ে তারা রাজধানীর ৭ রাস্তা অবরোধ করেন।
এতে বন্ধ হয়ে গিয়েছে রাজধানীর মহাখালী , সাতরাস্তা , কারওয়ানবাজার, তেজগাঁও লিংক রোড , বিজয় সরণি ফ্লাইওভার , মগবাজার ফ্লাইওভার ও হাতিরঝিলের যান চলাচল। এছাড়া এ আন্দোলনের ফলে যানবাহনের চাপ পড়েছে রাজধানীর অন্যান্য সড়কে। রাস্তায় যানজট ও গাড়ি না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ।
পুলিশের ট্রাফিক বিভাগ থেকে এসব এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
