ভারতে বিমান বিধ্বস্তের ঘটনার রেশ না কাটতেই একই ঘটনার সাক্ষী হল লন্ডন।
যুক্তরাজ্যের লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের ৩ সেকেন্ডের মধ্যেই একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি উড়ার পরপর ঠিক একই জায়গায় উল্টো হয়ে ধ্বসে পড়ে।
বিমানটি ভূপাতিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিরাট আগুনের গোলায় পরিণত হয়।
উড্ডয়নের সময়ই বিমানটি অস্বাভাবিক আচরণ করেছিল, একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে ডাচ কোম্পানি পরিচালিত ছোট বিমানটিতে সাধারণত ১৩ জন যাত্রী একসঙ্গে চলাচল করতে পারেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার পর সেখানে সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
এসেক্সের পুলিশ নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।