ঢাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর পর মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

যাত্রীদের ভোগান্তি এড়াতে আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ রাবারে তৈরি বিয়ারিং প্যাড মেট্রো লাইনের ভায়াডাক্ট ও পিয়ারের সংযোগস্থলে বসানো থাকে, মেট্রোরেল চলাচলের সময় কম্পন এড়াতে এই স্প্রিং ব্যবহার করা হয়।

রোববার দুপুরে এই স্প্রিংটিই ছিটকে নীচের ফুটপাতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোয়া ১২টার দিকে তারা কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে বিকট শব্দ শুনতে পান।

পথচারী রবিউল হাসান বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখলাম কালো একটা কিছু উপর থেকে একজনের মাথায় পড়লো। পুরো এলাকা কেঁপে উঠেছে।

“আমরা দৌড়ে গিয়ে দেখি উনি আর বেঁচে নেই। মাথা থেঁতলে গেছে, শরীরের নীচে রক্তে ভরে গেছে।”

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তিনি শরিয়তপুরের বাসিন্দা। তার বয়স ৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

   আরও পড়ুন: মেট্রোরেল চলাচলের সময়সূচি

এদিকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার বিষয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তদন্ত কমিটি

সরকারের উপদেষ্টা ফাওজুল কবীর জানিয়েছেন, ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

2 thoughts on “ঢাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ”

Comments are closed.