বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জনগণের সঙ্গে গাদ্দারি করেছেন বলে মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূসকে ক্ষমা চাইতেও বলেছেন এই এনসিপি নেতা।
গেল বছর ঢাকার ক্ষমতার পালাবদলে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের একাংশই পরে এনসিপি গঠন করে জাতীয় রাজনীতিতে নামে।
দক্ষিণ এশিয়ার দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব বেছে নিতেও এই দলটি মূল ভূমিকায় ছিল।
লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
এর সমালোচনা করে পাটওয়ারী বলছেন, মুহাম্মদ ইউনূস ‘লন্ডনে গিয়ে সেজদা’ দিয়েছেন।
“আপনার সেজদা ঠিক হয়ে নাই। আপনার সেজদা দিতে হবে বাংলদেশের জনগণকে। আপনি জনগণের সঙ্গে গাদ্দারি করেছেন। জনগণ আপনাকে বসিয়েছে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপি নেতা বলেন, “জনগণের কাছে ক্ষমা চান। তাদের বলুন নতুন সংবিধান বানাতে চাই। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়।”
