বন্যায় পাকিস্তানে মৃত্যু ৪০০ ছাড়াল

পাকিস্তানে অতিবৃষ্টির দুর্যোগে আরও ৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটির খাইবার পাখতুনখোয়ায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৬-এ ।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ছাপাখানা এবং ছাদ ধসে ৪৮ জন আহত হয়েছেন। এসময় গাছ পড়ে ও দেয়াল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ আগস্ট থেকে ৩০৫ জন পুরুষ, ৫৫ জন নারী ও ৪৬ জন শিশু মারা গেছেন।

আর জুন মাসে মৌসুমী বৃষ্টিপাত শুরু হওযার পর থেকে পাকিস্তানে মারা গেছেন সাত শতাদিক মানুষ।