তিব্বতের মাউন্ট এভারেস্টে তুষারঝড়ে আটকা পড়েছেন ২০০ জনের বেশি পর্যটক। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিরূপ আবহাওয়ার মধ্যে এ পর্যন্ত ৩৫০ জন পর্যটককে উদ্ধার করার তথ্য দিয়েছে চীন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো যেসব পর্যটক আটকা পড়া অবস্থায় আছেন- তাদের সবার সঙ্গেই যোগাযোগ করতে পেরেছেন তারা।
গত সপ্তাহের শেষদিকে চীনে আট দিনের জাতীয় ছুটির শুরুতেই ভারি তুষারপাত শুরু হয় মাউন্ড এভারেস্টের পূর্ব দিকে, যেদিক দিয়ে ট্রেকিং করেন অনেক পর্যটক।
তুষারপাতের পর রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং পর্যটকদের অনেকেই পর্বতের ঢালে আটকা পড়েন।
একজন স্থানীয় গাইড জানিয়েছেন, এই সময়ে অন্য বছরের তুলনায় এবার তুষারপাত অস্বাভাবিকভাবে বেশি হয়েছে। উদ্ধারকর্মীরা তীব্র ঝড় ও তুষারপাতের মধ্য দিয়েই আটকা পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
