১ বছর পর কোটা আন্দোলনে নিহত ৬ জনের লাশ দাফন

কোটা আন্দোলনে নিহত হওয়ার ১ বছর পর অজ্ঞাত ৬ ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।

গেল এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকলেও এই ৬টি লাশ শনাক্ত করা যায় নি।

নিহতরা ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে গুলিতে মারা যান।

বৃহস্পতিবার তাদের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করার জন্য মরদেহের ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে।