পবিত্রতা অর্জনের জন্য মুসলমানরা ওজু করে থাকেন। নামাজসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় আমলগুলো আদায়ের জন্য দিনে একাধিকবার ওজুর প্রয়োজন হয়ে থাকে।
নীচে ওজু করার নিয়মগুলো সহজভাবে তুলে ধরা হলো।
১. নিয়ত
আপনি যে ওজু করতে যাচ্ছেন, সেই ইচ্ছা করাই হল নিয়ত।
২. বিসমিল্লাহ বলা
ওজু শুরু করার আগে ‘বিসমিল্লাহ’ বলুন।
৩. হাত ধোয়া
দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিন, আঙ্গুলের ফাঁক গুলোসহ। তিনবার করে ধুতে হবে।
৪. কুলি করা
পানি মুখে নিয়ে ভালোভাবে গড়গড়াসহ কুলি করে ফেলুন। এটিও তিনবার করুন।
৫. নাকে পানি দেওয়া
ডান হাতে পানি নিয়ে নাকের ভিতরে প্রবেশ করিয়ে তা আবার বাইরে বের করুন। এভাবে তিনবার করুন।
৬. মুখ ধোয়া
কপাল থেকে থুতনি পর্যন্ত এবং এক কান থেকে অন্য কান পর্যন্ত পুরো মুখমণ্ডল ৩ বার ধুয়ে ফেলুন।
৭. হাত ধোয়া
ডান হাত দিয়ে শুরু করে আঙুল থেকে কনুই পর্যন্ত ধুয়ে ফেলুন। এরপর বাম হাত। প্রতিটি হাত তিনবার করে ধুতে হয়।
৮. মাথা মসেহ করা
ভেজা হাতে কপাল থেকে মাথার পেছন পর্যন্ত এবং আবার সামনে ফেরত এনে মাথায় মসেহ করুন।
৯. কান মসেহ করা
তর্জনী দিয়ে কানের ভেতর এবং বুড়ো আঙুল দিয়ে কানের পেছন মসেহ করুন।
১০. পা ধোয়া
ডান পা দিয়ে শুরু করে টাখনু পর্যন্ত ধুয়ে ফেলুন এবং আঙুলের ফাঁকে পানি পৌঁছান। এরপর বাম পা ধুয়ে নিন। তিনবার করে ধুতে হয়।
এইভাবে ওজুর প্রতিটি ধাপ সঠিকভাবে পালন করলে তা পূর্ণাঙ্গ হয়।
