জবি রোভার স্কাউটের দায়িত্ব হস্তান্তর

কামরুল হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

আগামী ১ বছর জবি রোভার স্কাউট কাউন্সিলের নেতৃত্বে থাকবেন সভাপতি মাহবুব হাওলাদার ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ সালের রোভার ইন কাউন্সিলের সদস্যরা দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি নতুন দীক্ষা প্রাপ্ত সদস্য ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এসআরএম, কাউন্সিলর ও পিআরএম টাস্কফোর্সের সদস্যদের সনদ ও ক্রেস্ট প্রদান করেছে।

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে ও বিদায়ী রোভার ইন কাউন্সিল সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২০২৪-২৫ কাউন্সিলের সভাপতি রিফাত রায়হান।