নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন, শত শত বিক্ষোভকারী তার দপ্তরে প্রবেশ করার পর এমন খবর দিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা, কর্মকর্তাদের উদ্ধৃত করে।
নেপাল সোমবার থেকে দুর্নীতিবিরোধী ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
বিক্ষোভের সূত্রপাত হয় নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর। ছাত্র-যুব বিক্ষোভকারীরা দুর্নীতির অভিযোগ প্রকাশ করতে এসব মাধ্যমকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছিলেন। সোমবার অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সোমবার রাতেই নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে তাতে বিক্ষোভ দমন হয়নি। মঙ্গলবার আরও বড় আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নেপালের বহু নাগরিকের বক্তব্য অনুযায়ী, এই আন্দোলন কখনোই শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল না—এর মূল ইস্যু ছিল দুর্নীতি।
