এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে ২২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ২৪ আগস্ট পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন।
তিন দিনের এ সফরে প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।
এছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার। আগামী ২৫ আগস্ট তাঁর দেশের ফেরার কথা রয়েছে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের।
