ভারত-চীনকে কড়া হুমকি ন্যাটো প্রধানের

রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে এবার ভারত-চীনকে সরাসরি হুমকি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর প্রধান।

ন্যাটো মহাসচিব মার্ক রুট ভারত, চীনের সঙ্গে ব্রাজিলকেও কড়া পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।

তার কড়া বার্তা এসেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ডোনার্ড ট্রাম্পের ৫০ দিনের সময়সীমা বেধে দেয়ার পর।

ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের মধ্যে যুদ্ধ থামানোর আল্টিমেটাম দিয়েছেন।

তা না হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

একদিন পর বুধবার ন্যাটো মহাসচিব বলেছেন, এরপরও ভারত, চীন, ব্রাজিলের মত দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে নিলে এর পরিণতি হবে কঠিন।

তার পরামর্শ, এ তিন দেশ যেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ থামাতে বলে।

“না হলে এটি (ইউক্রেন যুদ্ধের পরিণতি) ব্রাজিল, ভারত, চীনের দিকে ফিরে যাবে ভয়াবহ ভাবে”, বলেন ন্যাটো প্রধান মার্ক রুট।