দুস্থদের মাঝে ন্যাশনাল পিপলস যুব পার্টির খাবার বিতরণ

ঢাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ন্যাশনাল পিপলস যুব পার্টি।

শুক্রবার দুপুরে মিরপুরে যুব পার্টির কার্যালয়ে সংগঠনের মিরপুর মডেল থানার উদ্যোগে অসহায়দের হাতে খাবার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির মিরপুর মডেল থানার আহবায়ক রেজওয়ান দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন জানান, টানা বৃষ্টিতে মিরপুরের কুর্মিটোলা বস্তি, বেগুন টিলা বস্তির পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে তাদের খাবারের ব্যবস্থা করেছে ন্যাশনাল পিপলস যুব পার্টি।

সামনে আরও বড় পরিসরে এ ধরণের কার্যক্রম চালানোর আশা প্রতাশ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন ন্যাশনাল পিপলস যুব পার্টির মিরপুর মডেল থানার সদস্য সচিব রুবেল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনির মিয়া।