মৌলভীবাজার প্রতিনিধি:
আগামী ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
পৌর বিএনপির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে সকাল ১০টা থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বেলা ১২টায় কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হবে। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন মোঃ ফখরুল ইসলাম, নির্বাচক হিসেবে থাকবেন মুজিবুর রহমান মজনু ও আবুল কালাম বেলাল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন এ. কে. এম. নুরুজ্জামান।
মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে ১০ সেপ্টেম্বর এবং জমা দেওয়ার শেষ দিন ১১ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীতার তালিকা প্রকাশ করা হবে ১২ সেপ্টেম্বর।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার আহমেদ রহমান, আহবায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েস, মাহবুব ইজদানি ইমরান, সালাম আহমদ জিতু, রেজা করিম, নাসির আহমদ প্রমূখ।
