মিটফোর্ড হত্যাকাণ্ড ‘জাহেলী যুগের বর্বরতাকে হার মানিয়েছে’

ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে হত্যার ঘটনা ‘জাহেলী যুগের বর্বরতাকে হার মানিয়েছে’ বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের।

গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়।

ফেসবুকে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে আহমদ আবদুল কাদের এই ঘটনায় ‘আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকায়’ হতাশা প্রকাশ করেছেন।

“সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার দু’দিন পর প্রশাসনের টনক নড়ে। ইতিমধ্যে মূল
অপরাধীদের বাদ দিয়ে মামলার অভিযোগ এসেছে। যৌথ বাহিনীর টহল চললেও এখন
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। এভাবে একটি দেশ চলতে পারে না।”

সোহাগকে হত্যা এবং তার মরদেহের উপর হত্যাকারীদের উল্লাসের সময়ও ঢাকার এই ব্যস্ত রাস্তায় বহু মানুষকে ঘটনাটি দেখতে দেখা গেছে।

এর সমালোচনা করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “একজন জীবন্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে তিলে তিলে প্রস্তারাঘাতে হত্যা করা হচ্ছে, আর লোকজন দাঁড়িয়ে তা দেখছে। সন্ত্রাসীদের হাতে কোন মারণাস্ত্র না থাকলেও কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। আমরা এর নিন্দা জানাই।”

হত্যাকারীরা প্রভাবশালী হলেও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন আহমদ আবদুল কাদের।