আগামী ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠার আশা প্রকাশ করোেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ঢাকায় বিএনপি মহাসচিব বলেন, “আমরা একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমরা দুর্নীতি, গুম-খুন চাইনা।
“আশা করি আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।”
মির্জা ফখরুল এ আশা করলেও বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে সংস্কারের দাবি করছে, কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে এসব দলের আবার মতবিরোধও চলছে।
মির্জা ফখরুল বলেছেন, তার দল অনেক আগেই সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, “রাজনীতি এত সহজ পথ নয়, কোন কিছুতে হতাশ হওয়ার কিছু নেই। ভিন্ন মত থাকবে, সবকিছু মিলে আমরা একটি রেইনবো রাষ্ট্র গড়ে তুলতে চাই।”