জলবায়ু পরিবর্তনে বছরে মারা যাচ্ছেন লাখো মানুষ: ল্যানসেট

পুতুল সরকার, ঢাকা

জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে জনস্বাস্থ্যকে কিভাবে মারাত্মক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, তা ধরা পড়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেটের নতুন প্রতিবেদনে।

জাতিসংঘের আসন্ন জলবায়ু জলবায়ু সম্মেলন (কপ-থার্টি) সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন।

এসব মৃত্যু ঠেকানো যেতো উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নীতিগত ব্যর্থতার কারণেই বহু মানুষকে অকালে প্রাণ দিতে হচ্ছে।

ফলে পরিবেশ বিপর্যয় ঠেকাতে বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ এসেছে ল্যানসেটের প্রতিবেদনে।

গরমে-দূষণে মৃত্যু বাড়ছে

ল্যানসেটের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে অতিরিক্ত গরমে প্রতিবছর গড়ে ৫ লাখ ৪৬ হাজার মানুষ মারা গেছেন, যা ১৯৯০ এর দশকের তুলনায় বহুগুণ বেশি।

এছাড়া দাবানালের বিষাক্ত ধোঁয়ায় গত বছরই ১ লাখ ৫৪ হাজার মানুষ মারা গেছে।

ল্যানসেট জানায়, ২০২২ সালে জীবাশ্ম জ্বালানি-সংক্রান্ত বায়ুদূষণে ২৫ লাখেরও বেশি মানুষ মারা গেছেন।

বিপরীতে ২০২৩ সালে বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানিতে ৯৫০ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে। এ খাতে সবচেয়ে বেশি ভর্তুকি দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে- রাশিয়া, ইরান, জাপান, জার্মানি, সৌদি আরব ও চীন।

প্রতিবেদনে ২০২৪ সালকে সবচেয়ে গরমের বছর উল্লেখ করে সতর্ক বার্তায় বলা হয়েছে- তীব্র গরম, খরা, বন্যা ও অন্যান্য জলবায়ু বিপর্যয় মানবজীবনের ভিত্তি নষ্ট করে দিচ্ছে।

আগামী ১০ নভেম্বর ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরু হবে।

এর আগে প্রকাশিত ল্যানসেটের প্রতিবেদনে এখনও ‘ন্যায়সঙ্গত জলবায়ু পরিবর্তন রূপান্তরের’ সুযোগ থাকার বিষয়টি বিশ্ব নেতাদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে।