পুরোপুরি চালু হয়নি মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

মেরামতের কাজ শেষ না হওয়ায় ঢাকার মেট্রোরেল সেবা পুরোপুরি চালু হয়নি। তাতে সোমবার সাত সকালেই ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

রোববার দুপুরে ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ায় একজন পথচারী মারা যান। এরপর থেকেই উত্তর-মতিঝিলে মেট্রোরেল চলাচল চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

  আরও পড়ুন: ঢাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ

সোমবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনগুলো আর মতিঝিলের দিকে যাচ্ছে না। ফলে হাজার হাজার যাত্রীকে এই স্টেশনেই নেমে যেতে হচ্ছে।

স্টেশনের নীচের রাস্তায় এসব যাত্রীদের ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ বিভিন্ন গন্তব্যের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

যাত্রীর যে চাপ আগারগাঁওয়ে দেখা যায়, সে অনুযায়ী রাস্তায় গাড়ি নেই। অর্থাৎ মিরপুর থেকে যাত্রী বোঝাই হয়ে আসা বাস এই স্ট্যান্ড থেকে খুব বেশি মানুষ নিতে পারছে না।

ফলে আগারগাঁওয়ে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় বাড়ছেই। তাদের বড় অংশই মূলত অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন।

‘ভোগান্তির শেষ নেই’

বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে যাত্রীরা যাতায়াতে ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বেসরকারি চাকরিজীবী নাদিয়া শারমিন এক ঘণ্টা অপেক্ষা করেও গাড়িতে ওঠতে পারেননি।

তিনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসে তো ওঠার অবস্থা নেই। সিএনজি-মোটরসাইকেলও অতিরিক্ত ভাড়া চাচ্ছে।”

মতিঝিলের যাত্রী হাবিব আহমেদ জানান, নিয়মিতই উত্তরা থেকে মতিঝিলে যাতায়াত করেন তিনি।

বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে এই যাত্রী বলেন, “সবসময় একভাবে চলে অভ্যস্ত হয়ে গেছি। এখন এই ভোগান্তিটা সহ্য হচ্ছে না। সময় লাগছে, বাড়তি খরচ লাগছে, কষ্টও হচ্ছে।”

মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরেক যাত্রী আফজাল হোসেন বলেন, “গত বছর বিয়ারিং প্যাডের সমস্যা ঠিক হয়েছে ১১ ঘণ্টায়। এখন তো ২০ ঘণ্টা চলে গেলো।

“হাজার হাজার মানুষ এই পরিবহনের উপর নির্ভরশীল। আমার মনে হয়, কর্তৃপক্ষ আন্তরিক হলে রাতেই এটা ঠিক হয়ে যেতো।”

আগারগাঁও-মতিঝিলে মেট্রোরেল চলবে কখন?

ফার্মগেটে দুর্ঘটনার পর রোববার বিকালেই উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়। সন্ধ্যায় চালু হয় মতিঝিল-শাহবাগ অংশ।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেরামত শেষে দ্রুত পুরো লাইন সচল করার তৎপরতা চলছে।

তবে কখন নাগাদ এই কাজ শেষ করে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চলবে তা এখনো জানাতে পারেনি ডিএমটিসিএল।

কোম্পানির একজন কর্মকর্তা জানিয়েছেন, উত্তরা থেকে মেট্রোরেলে মতিঝিল পর্যন্ত যেতে আরও অপেক্ষা করতে হবে।

“কাজ চলছে। এটা শেষ করে কখন সরাসরি মেট্রোরেল চলবে, সেটা এখনো বুঝা যাচ্ছে না।”