বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে আধুনিক সংযোজন ঢাকা মেট্রোরেল। ঢাকার বাসিন্দাদের দ্রুত যাতায়াতের জন্য এখন প্রধান ভরসা এই বাহনটি।
যানজটের শহরে যাত্রীদের আধুনিক পরিবহন ব্যবস্থার সুবিধা দিতে মেট্রোরেল সপ্তাহের প্রতিদিনই চলাচল করছে। প্রতিদিন লাখো যাত্রী এখন উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত স্বল্প সময়ে মেট্রোরেলে যাতায়াত করে।
যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের চলাচলের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সপ্তাহের দিনভেদে ভিন্ন ভিন্নভাবে। নিচে রবিবার থেকে বৃহস্পতিবার, শনিবার এবং শুক্রবারের আলাদা সময়সূচি তুলে ধরা হলো।
রবিবার থেকে বৃহস্পতিবারের সময়সূচি
উত্তরা থেকে মতিঝিল
সকাল ৭:১০ – ৭:৩০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
সকাল ৭:৩১ – ১১:৩৬: প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
সকাল ১১:৩৭ – দুপুর ২:৩৬: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
দুপুর ২:৩৭ – রাত ৮:২০: প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে।
রাত ৮:২১ – ৯:০০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
মতিঝিল থেকে উত্তরা
সকাল ৭:৩০ – ৮:০০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
সকাল ৮:০১ – দুপুর ১২:১৬: প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
দুপুর ১২:১৭ – ৩:১৫: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
দুপুর ৩:১৬ – রাত ৯:০০: প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
রাত ৯:০১ – ৯:৪০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
মেট্রোরেল শনিবার কখন চলে?
উত্তরা থেকে মতিঝিল
সকাল ৭:১০ – ১০:৩২: প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন চলবে।
সকাল ১০:৩৩ – রাত ৯:০০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
মতিঝিল থেকে উত্তরা
সকাল ৭:৩০ – ১১:১২: প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন চলবে।
সকাল ১১:১৩ – রাত ৯:৪০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
শুক্রবার মেট্রোরেল কখন চলে?
উত্তরা থেকে মতিঝিল
দুপুর ৩:০০ – রাত ৯:০০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
মতিঝিল থেকে উত্তরা
দুপুর ৩:২০ – রাত ৯:৪০: প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
কেন সময়সূচি ভিন্ন দিনে আলাদা?
ঢাকা মেট্রোরেলের যাত্রী সংখ্যা প্রতিদিনের ভিত্তিতে ভিন্ন হয়। কর্মদিবসে (রবিবার থেকে বৃহস্পতিবার) অফিসগামী এবং শিক্ষার্থীদের চাপ বেশি থাকে, তাই ট্রেনের ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম সময় অন্তর দেওয়া হয়েছে।
অন্যদিকে শনিবার যাত্রী সংখ্যা তুলনামূলক কম, তাই শুরুতে প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন চললেও পরে ১০ মিনিট অন্তর চলাচল করে। শুক্রবারে ট্রেন চলাচল শুরু হয় বিকাল থেকে, যাতে যাত্রীরা সপ্তাহান্তে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
মেট্রোরেলের সুবিধা
দ্রুত যাতায়াত: উত্তরা থেকে মতিঝিল যেতে এখন মাত্র আধা ঘণ্টার মতো সময় লাগে।
আরামদায়ক ভ্রমণ: শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং আধুনিক স্টেশন।
নির্ভরযোগ্য সময়সূচি: নির্দিষ্ট সময় অন্তর ট্রেন চলার কারণে যাত্রীদের পরিকল্পনা করা সহজ হয়।
যানজট কমানো: প্রতিদিন লাখো মানুষ মেট্রোরেল ব্যবহার করলে সড়কে চাপ কমে।
যাত্রীদের জন্য পরামর্শ
- স্টেশনে আগে পৌঁছান: ভিড় এড়াতে যাত্রার অন্তত ১০ মিনিট আগে স্টেশনে আসা ভালো।
- কার্ড ব্যবহার করুন: নিয়মিত যাত্রীদের জন্য MRT কার্ড সবচেয়ে সুবিধাজনক। লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে হবে না, ভাড়ায় পাবেন ১০ শতাংশ ছাড়।
- নিয়ম মেনে চলুন: স্টেশনে ধূমপান, খাবার খাওয়া বা ভিড় তৈরি করা নিষিদ্ধ।
- সঠিক সময় জেনে নিন: প্রতিদিনের সময়সূচি দেখে যাত্রা শুরু করলে ভ্রমণ আরও সহজ হয়।
ঢাকা মেট্রোরেল রাজধানীর মানুষের জন্য এক বিশাল পরিবর্তন এনেছে। প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেন চলায় যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়েছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই আধুনিক পরিবহন ব্যবস্থা শুধু সময় বাঁচায় না, বরং ঢাকার যানজট কমাতেও বড় ভূমিকা রাখছে। তাই যাত্রীদের উচিত তাদের ভ্রমণ পরিকল্পনা করার আগে সময়সূচি দেখে নেওয়া।

2 thoughts on “মেট্রোরেল চলাচলের সময়সূচি: উত্তরা-মতিঝিল যাতায়াতের পূর্ণাঙ্গ গাইড”
Comments are closed.