আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৮০০ জনের বেশি নিহত এবং আহত হয়েছেন ২৫০০ বেশি মানুষ । দূরবর্তী পাহাড়ি এলাকায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের কাছে, ভূমির মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নুরগুল, সোকি, ওয়াতপুর, মানোগি ও চাপাদারে জেলা। বহু ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে। ইতোমধ্যে উদ্ধারকর্মীরা জরুরি তৎপরতা শুরু করেছে।
ভূমিকম্পের পর প্রায় ২০ মিনিটের মধ্যে আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৪.৫ মাত্রার। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ।
