ভারতের সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারেন এক বৃদ্ধ।
সোমবার সকালে নজিরবিহীন এই ঘটনার পরপরই জুতা নিক্ষেপকারী ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রধান বিচারপতি লক্ষ্য করে ছুড়ে মারলেও শেষ পর্যন্ত জুতাটি আদালতের বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি।
এসময় প্রধান বিচারপতি গাভাইকে শান্ত থাকতে দেখা যায়। কোন বিরতি ছাড়াই তিনি মামলার শুনানি চালিয়ে যান।
এ ধরণের ঘটনা যে তাকে প্রভাবিত করতে পারবে না, সেটিও তিনি স্পষ্ট করে বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরই ওই বৃদ্ধ ব্যক্তি “সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না” বলে চিৎকার শুরু করেন এবং এরপরই জুতা ছুড়ে মারেন।
পরে তাকে দ্রুত আটক করে নিরাপত্তা টিম বাইরে নিয়ে যায়। তল্লাশি করে তার কাছ থেকে আদালতের কর্মীদের প্রক্সিমিটি কার্ড পাওয়া যায়, যা দিয়ে তিনি বিচার কক্ষে ঢুকে পড়েছিলেন।
এই কার্ড তিনি কিভাবে পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার নিন্দা জানিয়ে প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং লিখেছেন, “এটি আদালতের মর্যাদার ওপর সরাসরি হামলা। পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তের পরিচয় প্রকাশ করতে হবে।
“প্রধান বিচারপতি গাভাই এই ঘটনার পরও ধৈর্য ধরে শুনানি চালিয়ে গেছেন—যা বিচার বিভাগের মর্যাদা রক্ষা করেছে।”
ঘটনার পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
