মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি
ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ আবারও নতুন আঙ্গিকে দর্শকদের সামনে ফিরে আসছে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে ঢাকায় সম্মেলন করে।
প্রতিযোগিতায় অংশ নিতে www.magichonfiant.com.bd তে ঢুকে আবেদন করা যাবে।
এছাড়া ০৮০০০৮৮৮০০০ নম্বরে ফোন করেও ম্যাজিক বাউলিয়ানায় অংশ নেয়া যাবে।
অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে, যেখান থেকে বাছাই করা প্রতিভারাই সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার।
পুরো শোটি সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, যার চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি।
২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে এ শো দেশের অসংখ্য তরুণ প্রতিভাকে মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে এবং বাউল ও লোকসঙ্গীতের মূল ধারাকে পুনর্জীবিত করতে ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুলডু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।
