বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় বাংলাদেশ উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে।

ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে।

ফলে বাংলাদেশের উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য কক্সবাজার এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।