বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে।