মেজর লীগে পোলার্ড ঝড়ে ফাইনালে এমআই

যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে ঝড় তুলে দলকে ফাইনালে তুলেছেন কাইরন পোলার্ড।

চার-ছক্কা হাঁকিয়ে প্রায় হারা ম্যাচে এমআই নিউ ইয়র্ককে জয় এনে দিয়েছেন ক্যারিবীয় তারকা।

আগামী ১৪ জুলাই ফাইনালে পোলার্ডদের প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম।

শনিবার ডালাসে শেষ প্লে অফ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৬ রান তুলে টেক্সাস সুপার কিংস।

অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি সর্বোচ্চ ৫৯ রান করেন ৪২ বলে। শেষ দিকে ৩২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আকিল হোসেন।

জবাবে উইকেট ধরে রাখলেও রানের গতি বাড়িয়ে আগাতে পারেনি এমআই নিউ ইয়র্ক। ফলে শেষ দিকে রানের চাপ বেড়ে যায়।

এ অবস্থায় হার্ড-হিটিংয়ে দলকে টেনে তুলেন পোলার্ড। ২২ বলে ৪৭ রানে অপরাজিতা থাকেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা।

৪ চার ও ৩ ছয়ে এই রান তুলেন তিনি।

পোলার্ডকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ক্যারিবীয় নিকোলাস পুরান। তিনি খেলেন ৩৬ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস।

এই দুই তারকার ব্যাটে ১৯ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এমআইএনআই।