মালয়েশিয়া যেতে ব্যর্থ শ্রমিকদের কাওরানবাজার অবরোধ, যান চলাচল বন্ধে ভোগান্তি

২০২৪ সালে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা ঢাকার কাওরানবাজার মোড়ে অবস্থান নিয়েছেন।

কয়েকশ শ্রমিক রাস্তা অবরোধ করে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এতে ফার্মগেট থেকে শাহবাগমুখী ও শাহবাগ থেকে ফার্মগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

ঢাকার ব্যস্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী। রাস্তায় আটকে রয়েছে অসংখ্য গাড়ি।

পথচারী ও মোটরসাইকেল আরোহীদের আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়াতেও দেখা যায়।

পথচারী ফরিদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, অফিস সময়ে এ ধরণের আন্দোলন মেনে নেয়া যায় না।

“আমার অফিস তো এটা বুঝবে না। তারা বিদেশে কাজের জন্য আন্দোলন করছে। কিন্তু আমাদের কাজের ক্ষতি করছে কেন?”

আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, অব্যবস্থাপনার কারণে তারা লাখ লাখ টাকা দিয়েও বিদেশ যেতে পারেন নি।

সুমন মিয়া নামের এক আন্দোলনকারীর অভিযোগ, সরকার তাদের সঙ্গে তালবাহানা করছে।

“আমাদের নানা ধরণের হয়রানি করা হচ্ছে। আমাদের মালয়েশিয়া যেতেও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে।”