জাতীয় কাবাডিতে রংপুর-লালমনিরহাটের শুভ সূচনা

তারুণ্যের উৎসবে জাতীয় কাবাডির নারী-পুরুষ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে লালমনিরহাট ও রংপুর। তিস্তা জোনের খেলা শনিবার রংপুর স্টেডিয়ামের ইনডোর মাঠে শুরু হয়। পুরুষ বিভাগে আটটি এবং নারী বিভাগে সাতটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে জয় পায় স্বাগতিক রংপুর ও লালমনিরহাট জেলা। রোমাঞ্চকর ম্যাচে রংপুর ৫৬-৩৯ পয়েন্টে হারায় ঠাকুরগাঁও জেলাকে। আরেক ম্যাচে লালমনিরহাট ৬৭-১৭ বড় ব্যবধানে হারায় পঞ্চগড় জেলাকে।

পুরুষদের পর নারীদের বিভাগেও দাপট দেখিয়েছে স্বাগতিক রংপুর। তারা ৬০-২৩ পয়েন্টে ঠাকুরগাঁও জেলাকে হারায়। এ বিভাগের অন্য ম্যাচে দিনাজপুর ৩৮-২৬ পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারিয়েছে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য বাদশা মিয়া।

Kabbadi 2

বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ চ্যাম্পিয়নশিপকে মোট আটটি জোনে ভাগ করেছে। তিস্তা জোনের ফাইনাল হবে ১৮ আগস্ট। এর আগে, গত ২৯-৩১ জুলাই বগুড়ায় পদ্মা জোনের খেলা শেষ হয়। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।