জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।
জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম।
৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সন্ধ্যায় এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ফল অনুযায়ী ভিপি পদে জিতুর প্রতিদ্বন্ধি ছিলেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ।
জিএস পদে মাজহারুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।
