জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ২ দিন পর ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন।
দীর্ঘ অপেক্ষার পর শনিবার বিকালে ফল ঘোষণা শুরু হয়।
মেশিনের মাধ্যমে ভোট গণনার পরিকল্পনা থাকলেও প্রার্থীদের আপত্তিতে তা থেকে সরে আসে কমিশন। পরে হাতে হাতে ভোট গণনা শুরু হয়। যে কারণে ফল পেতে ২দিন অপেক্ষা করতে হয়েছে।
বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান করে শিক্ষার্থীরা। ৩৩ বছর পর আয়োজিত এবারের নির্বাচনে প্রার্থী ছিলে পৌঁণে দুইশ’ জন।
