কামরুল হাসান, জবি প্রতিনিধি
ছাত্র সংসদ নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মত আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মঙ্গলবার আরও কঠোর কর্মসূচি দেয়ার হুমকিও দেন তারা।
এর আগে রোববার দুপুর ১২টায় ‘ব্রেইক দ্য সাইলেন্স’ কর্মসূচী শুরু করেন শিক্ষার্থীরা। বিকাল ৫ টার দিকে ‘নো ওয়ার্ক কর্মসূচী’ ঘোষণা দিয়ে তারা ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেন।
এতে প্রায় ৭ ঘন্টা অবরুদ্ধ থাকেন ভিসি, প্রক্টর ও কোষাধ্যক্ষ।
পরে রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক রেজাউম করিম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
এর আগে ‘লংমার্চ টু যমুনা’ আন্দোলনে শিক্ষার্থীরা আবাসন সুবিধা না পাওয়ার আগ পর্যন্ত সরকারের কাছে সম্পূরক বৃত্তি প্রদানের দাবি জানিয়েছিল।
