বিইউপি’র পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কামরুল হাসান, জবি প্রতিনিধি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ফুক এন্ড কালচারাল ফেস্টের পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মাহমুদুল হাসান তন্ময়।

বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে ৮ থেকে ১০ জুলাই এই ফেস্টিভ্যালের আয়োজন করে বিইউপি কালচারাল ফোরাম।

বিইউপি জানিয়েছে, ১৬টি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

পেইন্টিং কম্পিটিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২য় রানার্স আপ হয়েছে।

ফেস্টিভ্যালে সর্বোচ্চ দুটি করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা।