ফজলুর রহমানের বাসার সামনে ‘দুষ্কৃতিকারীদের মব সৃষ্টির’ প্রতিবাদ জাসদের

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে ‘চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির’ প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুনমব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে: ফজলুর রহমান

সোমবার এক বিবৃতিতে জাসদ বলেছে, “ফজলুর রহমানের মত স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রবীন ও প্রথিতযশা রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির ঘটনা আবারও প্রমাণ করলো যে সরকারের আশ্রয়েই লালিত হচ্ছে মবকারীরা।”

গেল বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে সম্প্রতি ফজলুর রহমানের বক্তব্যের পর রোববার রাতে একদল ব্যক্তিকে তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায়।

সোমবার ফজলুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তার শঙ্কা তুলে ধরে বলেন, মব সৃষ্টি করে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

সরকারের সমালোচনা করে জাসদের বিবৃতিতে বলা হয়, “সরকার নিজেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের কন্ঠস্বর ও রাজনৈতিক ভিন্নমত দমন করছে।”

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সকল ধরণের মব ও ভিন্নমত দমনের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানিয়েছে জাসদ।