১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা চালানোয় রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রশ্নে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।
জাসদ বলছে, ঢাকায় ইসহাক দারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও বাংলাদেশের জন্য চরম অপমানজনক।
বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামকে দমিয়ে দিতে পাকিস্তান ও রাজাকার- আল বদর- আশ শামসের নেতৃত্বে ইসলামাবাদের দোসররা ৩০ লাখ বাঙালিকে হত্যা করে।
মানব ইতিহাসের ভয়ংকর এই গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে পাকিস্তানের বিচারের পাশাপাশি দেশটিকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে বাধ্য করতে ঢাকায় বহু বছর ধরে দাবি ওঠছে।
গেল বছর ঢাকার ক্ষমতায় পরিবর্তন আসার পর পাকিস্তানের সঙ্গে আগের দূরত্ব কমিয়ে আনার ইঙ্গিত আসছে বাংলাদেশের শাসকগোষ্ঠীর তরফ থেকে।
এর মধ্যে শনিবার ২ দিনের সফরে দক্ষিণ এশিয়ার দেশটিতে যান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার ঢাকায় ইসহাক দারকে একাত্তরের গণহত্যার বিষয়টি স্মরণ করিয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান জানতে চান সাংবাদিকরা।
জবাবে ধর্মকে ঢাল করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ‘হৃদয় পরিস্কার’ করে সম্পর্ক এগিয়ে নেয়ার পরামর্শ দেন।
ইসহাক দারের এই বক্তব্য বাংলাদেশে ব্যাপক সমালোচনা তৈরি করেছে।
জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি রোববার এক বিবৃতিতে বলেছে, “বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী দ্বারা সংঘঠিত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিপরীতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশের ‘দিল পরিস্কার’ করার বক্তব্য দান ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশের জন্য চরম অপমানজনক।
“রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের উচিত ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দ্বারা সংঘঠিত ইতিহাসের বর্বরতম গণহত্যার সকল দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া।”
জাসদের দাবি, “বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ ঘিরে পাকিস্তানের তৎপরতা ও কথাবার্তার মধ্য দিয়ে পাকিস্তান এমন একটি ভাব প্রকাশ করছে যে, তারা সাবেক পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে ফেলেছে।”
বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও অশুভ তৎপরতার’ বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহবান জানিয়েছে জাসদ।
বিবৃতিতে দলটি অভিযোগ করেছে, “পাকিস্তান বাংলাদেশকে তাদের সহজাত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী রাজনীতির একটি যুদ্ধ ক্ষেত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে।”
