নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে ১ লাখ দক্ষ শ্রমিক নিবে জাপান।
শ্রম বাজারে ব্যাপক চাহিদা থাকলেও জনসংখ্যা কম থাকায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে জনশক্তি নিয়োগ দিচ্ছে জাপান।
মূলত দেশটির কৃষি, সেবা, গার্মেন্টস, নির্মাণ ও এভিয়েশন খাতে ব্যাপক শ্রমিক সংকট রয়েছে।
এসবের পাশাপাশি গাড়িচালক, অটোমোবাইল, রিসাইক্লিংয়ের মত খাতেও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় টোকিও।
আরও পড়ুন: বিদেশ যাওয়ার আগে যেসব কাজ শিখে নিবেন
এর মধ্যে ২০২৬ সালে জাপানে ২ হাজার দক্ষ কর্মী নিয়োগ দিতে কাজ চলছে।
পরে ২০২৭ সালে ৬ হাজার এবং ২০২৮ সালে ১৮ হাজার শ্রমিক জাপানে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি জাপানের ৬৫টি কোম্পানির জোট ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ দক্ষ শ্রমিক নিতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে।
এর অংশ হিসেবে খুলনা ও গাজীপুরে ২টি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশী শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আরও পড়ুন: দক্ষ শ্রমিক নিবে সৌদি আরব, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া
ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশনের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলছেন, প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট।
ফলে আগামী বছরই বাংলাদেশ থেকে ২ হাজার দক্ষ শ্রমিক নেয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশনের অনুমান, জাপানে আগামী কয়েক বছরে ৪ লাখ নার্সের প্রয়োজন হবে।
সেক্ষেত্রে দেশটির সেবা খাতে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা আরও বাড়তে পারে।
