গাজায় ইসরায়েলের হামলায় নিহত ১২০

gaza israel

গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৫৭ জন।

২০২৩ সালে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৮ হাজার ৩৮৬জন ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৭ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার স্বাস্থ্য কর্মী মারা গেছেন। ফলে সেখানে মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

এদিকে শান্তি চুক্তিতে পৌঁছাতে কাতারে ইসরাইল ও হামাসের পরোক্ষ আলোচনার ২য় সপ্তাহে চলছে, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি।