সিরিয়ান বাহিনীর ওপর ইসরায়েলের বোমা হামলা

gaza

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুইদায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

দেশটির সরকারি বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তেল আবিব।

দ্রুজ অধ্যুষিত এলাকাটিতে সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গায় দুই শতাধিক মানুষ মারা গেছেন।

প্রাণঘাতি সংঘাতের মধ্যে দ্রুজ সম্প্রদায় ও সিরিয়ার সরকার যুদ্ধবিরতিতে আসার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের হামলার ঘটনা ঘটলো।

এই হামলা এমন সময়ে ঘটলো, যখন সিরিয়ার নতুন সরকারের সামরিক বাহিনী প্রথমবারের মতো সুইদার দিকে অগ্রসর হচ্ছিলো।

বাশার আল আসাদের পতনের পর থেকে এলাকাটি সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, দ্রুজ সশস্ত্র গোষ্ঠী সুইদার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ইসরায়েলের হামলার আগেই দ্রুজ নেতা শেখ হিকমত আল হাজরি সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ এনেছিল।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, দ্রুজ সম্প্রদায় ইসরায়েলের সহযোগিতায় হামলা অব্যাহত রাখায় প্রাণহানির ঘটনা ঘটছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় তেল আবিব সিরিয়ায় হামলা চালিয়েছে।

দ্রুজরা মধ্যপ্রাচ্যের একটি স্বতন্ত্র ধর্মীয় গোষ্ঠী, যারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

সিরিয়ার অন্যতম সংখ্যালঘু গোষ্ঠীর মত দ্রুজরাও দেশটির নতুন সরকারের অধীনে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

দামেস্কে সরকার পরিবর্তনের পর থেকেই এই গোষ্ঠীর সঙ্গে বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র সংঘাত চলছে।