সৌদি ক্লাবে যেতে বার্সা ছাড়ছেন লেভানদোভস্কি?

বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানদোভস্কিকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব এই পোলিশ স্ট্রাইকারকে দলে টানতে আগ্রহী। এদিকে ভাল প্রস্তাব পেলে বার্সেলোনাও নাকি তাকে বিক্রি করতে প্রস্তুত।

৩৬ বছর বয়সী লেভানদোভস্কির চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। চলতি মৌসুমে বার্সার হয়ে ৫২ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি।

যদিও নিজে এখনও বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি, তবে ক্লাবের আর্থিক চাপ ও উচ্চ বেতনের কারণে তাকে বিক্রির ব্যাপারে ভাবছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের ক্লাবগুলো ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদো, বেনজেমা ও ফেলিক্সের মতো তারকাদের পর এবার লেভানদোভস্কিকেও মরুর দেশে দেখা যেতে পারে।

এদিকে বার্সা ভবিষ্যতের জন্য ফেরান তোরেস, মার্কাস র‍্যাশফোর্ড ও দানি ওলমোর মতো বিকল্প ভাবনায় রেখেছে। ফলে লেভানদোভস্কি যদি নিজেও আগ্রহ দেখান, তাহলে তার বার্সা অধ্যায়ের শেষটা আর বেশি দূরে নয়।

সব মিলিয়ে ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে লেভানদোভস্কিকে নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে। এখন দেখার বিষয়- বার্সেলোনার জার্সি গায়ে তার বিদায়ী মৌসুম শুরু হয়েছে, নাকি সৌদি কোনো ক্লাবে যাচ্ছেন তিনি।